উত্তরাঞ্চলের একবারে সর্বশেষ প্রান্তে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সর্বকনিষ্ট ইউনিয়ন হল বঙ্গ সোনাহাট ইউনিয়ন। কাল প্রক্রিয়ার আজ বঙ্গ সোনাহাট ইউনিয়নটি শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, খেলাধুলা এবং বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা সুন্দর ভাবে পালন করে আসছে।
1) ইউনিয়নের নাম: ১০নং বঙ্গ সোনাহাট ইউনিয়ন পরিষদ।
2) আয়তন : ৩৮.৩৫ বর্গকিলোমিটার।
3) লোকসংখ্যা : ৩৬,৬৯৫ জন প্রায় (২০১১ সালের আদম শুমারী)
4) গ্রামের সংখ্যা : ১৫ টি।
5) মৌজা সংখ্যা : ০৩ টি।
6) হাট বাজার সংখ্যা : ০৪ টি।
7) উপজেলা থেকে দুরত্ব: ১০ কিলোমিটার।
8) শিক্ষার হার: ৫৬% (আদম শুমারী ২০১০ অনুযায়ী)।
9) সরকারী প্রাথমিক বিদ্যালয় সংখ্যা: ০৭ টি।
10) রেজি: প্রাথমিক বিদ্যালয় সংখ্যা: ০১ টি।
11) উচ্চ বিদ্যালয় সংখ্যা: ০২ টি।
12) ডিগ্রী কলেজ: ০১ টি।
13) মাধ্যমিক বিদ্যালয় সংখ্যা: ০২টি।
14) মাদ্রাসা সংখ্যা: ০১ টি।
15) ঐতিহাসিক স্থান: ০১ টি।
16) গুরুত্বপুর্ন দর্শশনীয় স্থান: ০৬ টি।
17) নব গঠিত পরিষদের বিবরণ:
18) গ্রাম সমুহের বিবরণ: গ্রাম সংখ্যা ১৪ টি।
19) ইউনিয়ন পরিষদের জনবল:
নির্বাচিত ইউপি সদস্য: ১২ জন।
সচিব: ০১ জন।
গ্রাম পুলিশ: ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস